• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বরগুনা ২ আসনের সাবেক সাংসদ সদস্য ও বিএনপি নেতার গাড়ি বহরে হামলা।

     

    পাথরঘাটা নাচনা পাড়ায় ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক নুরুল ইসলাম মনির উপর হামলা। পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোঃ ফারুখ সহ ১০০ নেতা কর্মী আহত।

    রোববার বিকার ৫ পাঁচটার দিকে পাথরঘাটা নাচনা পাড়ায় এ ঘটনা ঘটে,  এসময় ছাত্র লীগের নেতা কর্মীরা,  বিএনপির গাড়ি বহরে হামলা করে এতে প্রায় ১০০ কর্মী আহত হয়েছে এবং ১০ টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ও ৫০ টিরও বেশি গাড়ি ভাঙচুর করে।

    বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট তারিকুজ্জামান টিটু বলেন, ঢাকা থেকে গাড়ি বহর নিয়ে নুরুল ইসলাম মনির নিজ এলাকায় আসার পথে মধ্যে নাচনা পাড়ায় সিএমবি এলাকায় ছাত্র লীগ ও যুবলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়।  এতে সাবেক সাংসদ সদস্য নুরুল ইসলাম মনির ও পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোঃ ফারুখ সহ শতাধিক নেতা কর্মী আহত হন।

    এসময় পাথরঘাটা উপজেলা নির্বাহীকর্মকর্তা ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংর্ঘসে বাধা দিলে তাদের কে উপেক্ষা করে তারা হামলা চালায়। 

    হামলায় আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। 

    প্রকাশিত রবিবার ০৪ সেপ্টেম্বর ২০২২