বামনায় মাদ্রাসার সামনের ব্রীজটির এখন বেহাল অবস্থা: দেখার কেউ নেই!
মোঃ শাকিল আহমেদ, বরগুনাঃ বরগুনা জেলার বামনা উপজেলার ০৪ নং ডৌয়াতলা ইউনিয়ন এর ০৩ নং ওয়ার্ডের ঐতিহ্য বাহী মোতাহার মিয়া চৌধুরী বাড়ির সামনের মাদ্রাসা ও মসজিদের সামনে একটি পুল রয়েছে যা বর্তমানে মানুষের চলাচলে দূরভোগ হয়ে পড়েছে।
ওই পুল সংলগ্ন মিয়া বাড়ি একটি জামে মসজিদ ও একটি হাফেজি মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাটিতে প্রায় ১০০/১১৫জন হাফেজ ছাত্র লেখা পড়া করছে। পুলটি ডৌয়াতলা এবং রামনা দুটি ইউনিয়নের সাথে সংযোগ রয়েছে দুই ইউনিয়নের লোক জন ও মাদ্রাসার ছাত্র এবং মসজিদের মুসল্লীদের যাতায়াতে দূরভোগ হয়ে পড়েছে।
পুলটির বিম ভেঙ্গে যাওয়ার কারনে গাছ দিয়ে ভিম বানিয়ে তারপর এলাকার লোকজন যাতায়াত করছে অথচ এ ব্যাপারে স্থানীয় সরকার ও স্থানীয় জন প্রতিনিধিদের কোন সু নজর নাই তাই পুলটি মেরামত করার জন্য স্থানীয় লোক ও জনপ্রতিনিধিদের পুলটি মেরামত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।অনুরোধ ক্রমে এলাকাবাসী, মসজিট ও মাদ্রাসা কমিটির লোকজন।
প্রকাশিত বুধবার ০৭ সেপ্টেম্বর ২০২২