১৫ পনের দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের
মোঃ শাকিল আহমেদ, বরগুনাঃ বরগুনার পাথরঘাটায় গত ১৭ সেপ্টেম্বর শনিবার হারিয়ে যাওয়া ইব্রাহিম গাজী (১৫) গত হল পনের দিন। খোঁজ মেলেনি আজও।
বরগুনা জেলার পাথরঘাটা সদর উপজেলার ০৩ নং ওয়ার্ডের হাতেমপুর গ্রামের বাসিন্দা রুস্তম গাজীর ছেলে ইব্রাহিম।
গত ১৬ সেপ্টেম্বর কাকচিড়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় ইব্রাহিম, একটি হেফাজ খানা মাদ্রাসায় হাফিজি পড়ে ইব্রাহিম। রওনা হয় গন্তব্যে পৌছাবার লক্ষ্যে, এটাই যেন তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। ইব্রাহিম পৌছায়নি গন্তব্যে, না ফিরলো বাড়িতে।
১৫ দিন গত হয়ে গেল," পরিবার পরিজন তাকে হারিয়ে কাক পাখির মতো পথ চেয়ে আছে। থামছেই না মায়ের আহাজারি, পুরো পরিবার ঝুরে শোকের মাতাম বইছে।
যদি কেহ খুঁজে পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন। ইব্রাহিম এর পিতার ফোন নাম্বার ০১৭৮৪৫১২৬৪৮
প্রকাশিত শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২