স্বাধীনতা বিরোধীরা দেশে অস্তিরতা সৃষ্টি করতে চাই:ভূমিমন্ত্রী
ছবি: দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক সভায় বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী
‘ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘যারা বঙ্গবন্ধুকেহত্যা করেছে তারাই স্বাধীনতা বিরোধী, তারা কখনো এদেশের উন্নয়ন চাইনি।উন্নয়ন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে কাজ করছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। যেই বাংলাদেশকে একটি তলা বিহীন ঝুঁড়ি বলত সেইবাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে।
বিগত ১৩ বছরে দেশ এগিয়েছে অনেক। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এইদেশ শীঘ্রই উন্নত দেশের তালিকায় যুক্ত হবে। কিন্তু নির্বাচন আসলেই স্বাধীনতাবিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন দেখে। তারা সারাদেশেঅস্তিরতা সৃষ্টির চেষ্ঠা করছে। তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবেনা। মনেরাখবেন যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথহারাবেনা বাংলাদেশ।শনিবার চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলাস্বেচ্ছাসেবকলীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথিরবক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, বিদেশের মাটিতে বসে সংখ্যালঘুদের উসকানি দিচ্ছে।আমি কিছুদিন আগে পুলিশের একটি অনুষ্ঠানে ৭৫ পরবর্তী বিষয় নিয়ে বক্তব্যরেখেছি তারা সেটা ভিন্ন ভাবে প্রচার করেছে। তা কখনও কাম্য নই। আমরা এদেশেরস্বাধীনতাকে পরাজিত হতে দেবনা। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে দেশএগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ওসাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষঅতিথি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টারবিপ্লব বড়ুয়া তার বক্তব্যে বলেন, ‘১৫ আগস্ট স্বাধীনতা বিরোধীরা দেশে অরাজকতাসৃষ্টি করতে চাই, আমরা আগস্টের শোককে শক্তিতে পরিনত করে প্রধানমন্ত্রী শেখহাসিনা সারা দেশে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছে সেই উন্নয়নেরঅগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাব।’
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক মফিজুর রহমান, অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশআওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রেীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউলহোসেন সাচ্চু।
অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএমআফজালুর রহমান, বিশেষ অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো.ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক এ.কে. এম.আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদকআশিষ কুমার সিংহ, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, উপর প্রতিবদ্বীবিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, উপ পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেকমাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমারদাশ, মোসলেম উদ্দিন মনচুর, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরীফরিদ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাতকানিয়া উপজেলাআওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিআইপি আবদুল মোতালেব,কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী,আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগেরসভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক,কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, জেলাস্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম.এ হাসেম, সেলিম বশর, নুরুল আবছারতালুকদার, অহিদুল ইসলাম রহমানী, মো. ইউসুফ, আবু বক্কর, হারুনুর রশিদচৌধুরী, আবদুল মালেক খান, সোহেল মোহাম্মদ মনজুর, মোহাম্মদ আাউতাউলকরিম, এইচএম করিম উদ্দিন, এড, আবুল ফয়েজ চৌধুরী, যুগ্ম সম্পাদক জাফরইকবাল তালুকদার, এড. রোকনুজ্জামান মুন্না, ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তীবিজয় প্রমূখ।প্রকাশিত শনিবার ২৭ আগস্ট ২০২২x