উন্নত চিকিৎসা সেবা গ্রামে পোঁছে দিতে পার্কভিউ, চকরিয়া সমিতির চুক্তি সম্পন্ন।
দক্ষিণ চট্টগ্রামবাসীর সাথে সম্পর্ক উন্নয়ন ও তাদের গুণগত উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও চকরিয়া সমিতি চট্টগ্রামের সাথে কর্পোরেট সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।
আজ ২৭শে আগস্ট, শনিবার সকাল ১০ টায় পার্কভিউ হসপিটালের বোর্ড রুমে এই সমঝোতা চুক্তি অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে চকরিয়া সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে ছিলেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাহউল্লাহ- সিনিয়র সহ সভাপতি,এম হামিদ হোসাইন- সহ-সভাপতি,এম. জাহাঙ্গীর কবির চৌধুরী- সহ-সভাপতি,হামিদ হোসাইন- সাধারণ সম্পাদক,এম. মোবারক আলী-যুগ্ম সম্পাদক,নেজাম উদ্দিন-অর্থ সম্পাদক,আব্দুল মান্নান খোকন-প্রচার সম্পাদক,অধ্যক্ষ ড: আনোয়ার হোসেন মানিক-সমাজকল্যাণ সম্পাদক,মো: নাছির উদ্দিন- সাংগঠনিক সম্পাদক,এড: মোঃ: ওসমান গনি-আইন বিষয়ক সম্পাদক,মোহাম্মদ মিনারুল ইসলাম- দপ্তর ও পাঠাগার সম্পাদক,মোহাম্মদ হেলাল উদ্দিন- কার্যনির্বাহী সদস্য,অলিদুল আজিম-কার্যনির্বাহী সদস্য,লায়ন এইচ এম ওসমান সরোয়ার- কার্যনির্বাহী সদস্য,আবুল হাসেম এম.বি.এ.- কার্যনির্বাহী সদস্য
অধ্যক্ষ ডক্টর সানাউল্লাহ বলেন, "বর্তমান যুগটাই রিলেশনশিপের যুগ। যে যত রিলেশনশিপ ডেভেলপ করতে পারবে সে তত এগিয়ে যাবে। রিলেশনশিপ ডেভেলপের জন্য আজকের এ সম্মিলন অনেক বড় অগ্রগতি। চট্টগ্রামে একমাত্র পার্কভিউতেই আমি সুচিকিৎসার প্রতি জোর দেওয়ার ব্যবস্থাটি দেখতে পেয়েছি। করোনাকালীন দু:সময়ে পার্কভিউর সাহসী ভূমিকার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজাউল করিম বলেন, "ইচ্ছা থাকলেও আমরা সাধ্যের বাইরে স্বল্প মূল্য নির্ধারণ করতে পারি না কারণ আমাদের ট্যাক্স,ভ্যাট, ম্যানপাওয়ার, সাপ্লায়ার, প্রেস, ইউটিলিটি কস্ট এবং অন্যান্য প্রসেসিং খরচ মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের কে বিবেচনায় নিতে হয়। অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় কেবল কম মূল্য নির্ধারণই আমাদের একমাত্র লক্ষ্য নয় বরং চিকিৎসাসেবা সহ সর্ব ক্ষেত্রেই আমাদের লক্ষ্য থাকে গুণগতমান নিশ্চিত করা। কেবল চুক্তির মাধ্যমে কোন সম্পর্কে আবদ্ধ হওয়াই আমরা বিশ্বাসী নয়, প্রাতিষ্ঠানিক চুক্তির বাইরেও কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ মেয়াদী সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা থাকবে আমাদের।
চকরিয়া সমিতি চট্টগ্রামের অসহায় রোগীদেরকে প্রয়োজনে আমরা যথাসাধ্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করবো।
অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের পক্ষে ছিলেন ব্যবস্হাপনা পরিচালক ডাক্তার এ.টি এম. রেজাউল করিম, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবীর, হেড অফ অপারেশন জনাব নাইমুর রহমান, এসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং জনাব জাহেদুল ইসলাম, সিনিয়র অফিসার জনাব নিজাম উদ্দিন, এডমিন অফিসার জনাব সরফুদ্দিন আহমেদ, মার্কেটিং অফিসার জনাব আব্দুস সোবাহান, মার্কেটিং অফিসার জনাব মশিউর রহমান, মার্কেটিং অফিসার জনাব আব্দুর রাজ্জাক, মার্কেটিং অফিসার জনাব জহির উদ্দিন প্রমুখ।