• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পার্কভিউ হসপিটালের সাথে বাঁশখালি জেনারেল হাসপাতালের MOU চুক্তি সম্পন্ন

     

    বিশ্বমানের সমন্বিত স্বাস্থ্য সেবা চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে  পৌছে দেয়ার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল এন্ড ডায়াগনস্টিকের সাথে বাঁশখালি জেনারেল হাসপাতাল লিমিটেড MOU চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে গ্রামের মানুষ ও বিশ্ব মানের সেবা পাবে। 

    পার্কভিউ হসপিটালের সভা কক্ষে  আয়োজিত এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বাঁশখালি জেনারেল হাসপাতাল লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুকতার হোসাইন সিকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান  আলী নেওয়াজ চৌধুরী ইরান, মার্কেটিং ডাইরেক্টর আ.ন.ম মহিউদ্দিন, প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুর রহিম।

    এদিকে পার্কভিউ হসপিটালের পক্ষে  চুক্তি সাক্ষর করেন হাসপাতালের  ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিম। এসময় তিনি বলেন, বিশ্ব মানের স্বাস্থ্য সেবা শহরের মানুষের পাশাপাশি গ্রামের প্রান্তিক মানুষ ও যেন পায় সেই লক্ষে আমরা বিভিন্ন উপজেলার হাসপাতাল গুলোর সাথে এমন চুক্তি করছি।

    এতে  আরো উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অফ অপারেশন নাইমুর রহমান  ও হেড অফ মার্কেটিং জাহেদুল ইসলাম, সিনিয়র মার্কেটিং অফিসার নেজাম উদ্দিন, মার্কেটিং অফিসার আবদুস সোবহান, রাজ্জাকুল হায়দারসহ মার্কেটিং বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    প্রকাশিত বুধবার ১৭ আগস্ট ২০২২