• সদ্যপ্রাপ্ত সংবাদ

    লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব, বৈঠক সোমবার

      

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে লঞ্চের ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। এ নিয়ে সোমবার বেলা ১২টায় নৌ মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে বৈঠক করবেন তারা।

    রবিবার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী।


    তিনি বাংলা ট্রিবিউনকে জানান, লঞ্চ ভাড়া ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছি। এ সংক্রান্ত একটি চিঠি নৌ মন্ত্রণালয়ে ইতোমধ্যে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার বেলা ১২টায় নৌ মন্ত্রণালয়ে লঞ্চ মালিক সমিতির নেতারা এ নিয়ে আলোচনায় বসবেন।


    এর আগে তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে লঞ্চ ভাড়া সমন্বয় করার বিষয়ে গত শনিবার নিজেদের মধ্যে আলোচনা করেছেন লঞ্চ মালিক সমিতির নেতারা। ওই বৈঠকে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব এসেছিল। সেটা আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

    উল্লেখ্য, গত শুক্রবার (৫ আগস্ট) সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। শুক্রবার দিনগত রাত ১২টার (৬ আগস্ট) পর থেকে বর্ধিত দাম কার্যকর করা হয়।
    প্রকাশিত রবিবার ০৭ আগস্ট ২০২২