• সদ্যপ্রাপ্ত সংবাদ

    কারবালার স্বরণে চট্টগ্রামে শিয়াদের আশুরার শোক মিছিল

      

    শোকাবহ কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে চট্টগ্রামের শোক মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়। শত শত নারী-পুরুষসহ শিশু-কিশোররা কালো পোশাক পরে খালি পায়ে মিছিলে অংশ নেন।

    এ সময় তাঁরা শোকাবহ কারবালার নানা ঘটনাবলি তাজিয়া, প্রতীকী কফিন, পতাকা, স্লোগান, মাতমে তুলে ধরেন।
    মঙ্গলবার (০৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে নগরের সদরঘাট ইমাম বাড়ি থেকে শোক মিছিল বের হয়। মাওলানা আমজাদ হোসেন এতে নেতৃত্ব দেন। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।  

    মিছিলটি কালীবাড়ী মোড়, নিউমার্কেট মোড়সহ গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম বাড়িতে ফিরে যায়। সেখানে দিনব্যাপী শিয়াদের চিরায়ত ঐতিহ্য অনুযায়ী আচার-অনুষ্ঠান, আলোচনা আর প্রার্থনা হচ্ছে।  

    বিকেলে নগরের আমবাগান ঝাউতলা থেকে একটি বড় তাজিয়া মিছিল বের হওয়ার কথা রয়েছে। এ ছাড়া শেরশাহ, হালিশহর থেকেও ছোট ছোট তাজিয়া মিছিল বের হয় আশুরা উপলক্ষে।  

    মাওলানা আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন, শোকাবহ কারবালার ঘটনা স্মরণে প্রতিবছর তাজিয়া মিছিল বের করি আমরা। ভাবগম্ভীর পরিবেশে কারবালার শহীদদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, শোকগাথা, প্রার্থনা হচ্ছে ইমাম বাড়িতে।  
    প্রকাশিত মঙ্গল্বার ০৯ আগস্ট ২০২২