গাজীপুরে ধর্ষণ ও ধর্ষণের নগ্নদৃশ্যের ভিডিও ধারণ করায় যুবক আটক!
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ গাজীপুর সদর কোনাবাড়ী বাইমাইল এলাকায় ধর্ষণের পর মোবাইল ফোনে নগ্নদৃশ্যের ভিডিও ধারণ করার অভিযোগে এক যুবক আটক।
আটককৃত যুবকের নাম রানা (৩৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাকে ভাড়া বাসা হতে আটক করে। ধারণ করা নগ্নদৃশ্যের ভিডিওসহ মোবাইলটি জব্দ করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুন ও ২৮ জুলাই দুপুরে অভিযুক্ত রানা তার ভাড়া বাসায় ডেকে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। ধর্ষণের পর সুকৌশলে ভিকটিমের নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে ভিকটিম কোনাবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান,বুধবার (২৪ আগষ্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশিত বুধবার ২৪ আগস্ট ২০২২