বিআরটিএ প্রকল্পের গার্ডার ভেঙ্গে পরলো প্রাইভেট কারের উপর নিহত-৩
রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোডে ঢাকা ময়মনসিংহ রোডে বিআরটিএ প্রকল্পের কাজের সময় ক্রেন থেকে গার্ডার পড়ে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে তোলার সময় নিচে পড়ে যায় এবং নিচে একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।’
ওসি জানান, প্রাইভেট কারের ভেতর কোনও যাত্রী রয়েছে কিনা ক্রেনটি সরানোর পর জানানো সম্ভব হবে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
প্রকাশিত সোমবার ১৫ আগস্ট ২০২২