• সদ্যপ্রাপ্ত সংবাদ

    প্রধানমন্ত্রী শনিবার চা শিল্পের মালিকদের সঙ্গে বসবেন

     

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শিল্পের মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন। 

    শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

    বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর দৈনন্দিন শিডিউল থেকে এ তথ্য জানা গেছে।

    উল্লেখ্য, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন তারা।

     পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৩ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকেরা।

    প্রকাশিত বৃহস্পতিবার ২৫ আগস্ট ২০২২