চলন্ত বিমানের ককপিটে মারামারি, ২ পাইলট বরখাস্ত
মাঝ আকাশে উড়োজাহাজের ককপিটে মারামারির ঘটনায় ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্সের দুই পাইলটকে বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, গত জুনে সুইজারল্যান্ডের জেনেভা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছিল এয়ার ফ্রান্সের একটি উড়োজাহাজ। উড্ডয়নের কিছু সময় পর সেটির পাইলট ও কো-পাইলটের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে সেটি মারামারিতে রূপ নেয়। এমনকি পরস্পরের কলার চেপে ধরা, ঘুষি মারার মতো ঘটনাও ঘটে।
শোরগোল শুনে কেবিন ক্রুরা ককপিটে এসে তাদের নিবৃত্ত করেন। ফ্লাইটটি নিরাপদে অবতরণ না করা পর্যন্ত একজন ক্রু ককপিটে ছিলেন। শেষ পর্যন্ত যাত্রীদের নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি।
ফ্লাইট নিরাপদে অবতরণ করলেও ককপিটে পাইলটদের মারামারির ঘটনা প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে তদন্তে নামে ফ্রান্সের আকাশ পরিষেবাসংক্রান্ত তদন্তকারী প্রতিষ্ঠান বিইএ। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই ফ্লাইটের পাইলট ও কো-পাইলট যেভাবে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন সেটি কোনও গ্রহণযোগ্য আচরণ হতে পারে না। সূত্র: আল জাজিরা, বিবিসি।
প্রকাশিত সোমবার ২৯ আগস্ট ২০২২