• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের আহবানে হরতালের সমর্থনে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ।

     

    জ্বালানী তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোট আহুত হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আজ বিকাল ৫ টায় নগরীর অলংকার মোড়ে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ( মার্ক্সবাদী) চট্টগ্রাম  জেলার সদস্য সচিব  শফিউদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল চট্টগ্রাম জেলার সদস্য মহিনউদ্দীন, সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদকমন্ডলীর সদস্য  নুরুচ্ছাফা ভুঁইয়া।সমাবেশ পরিচালনা করেন  বাসদ চট্টগ্রাম জেলার সদস্য রায়হান উদ্দীন।

    সমাবেশে বক্তারা বলেন,  কোন রকম পৃর্বঘোষণা ছাড়া জ্বালানী তেলের দাম ৫১ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী, অযৌক্তিক ও স্বৈরাচারি সরকারের স্বেচ্ছাচারিতার দৃষ্টান্ত। সারাবিশ্বে যখন জ্বালানী তেলের দাম নিম্নমূখী, তখন দেশে জ্বালানী তেলের দাম বৃদ্ধির ঘটনায় সরকারের জনবিরোধী চরিত্রই আমাদের সামনে আরেকবার স্পষ্ট করে।

     তেলের দাম বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে গণপরিবহণের ভাড়া, সারের দামের সাথে সাথে কৃষিকাজে খরচ বেড়েছে, বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম। সরকার তার চরম লুটপাট ও দূর্নীতির সম্পূর্ণ বোঝা আজ চাপিয়ে দিয়েছে জনগণের ঘাড়ে। সাধারণ মানুষের জীবনকে আজ সীমাহিন দূর্ভোগের দিকে ঠেলে দিয়ে করেছে বিপর্যস্ত। আবার এসকল সংকটের বিরুদ্ধে জনগণ যখন বিভিন্ন পর্যায়ে প্রতিবাদ করছে তখন সরকার তার পেটোয়া বাহিনীকে লেলিয়ে দিচ্ছে জনগণের উপর।
    সমাবেশে বক্তারা, জ্বালানী তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানোর দাবিতে আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোট আহুত সকাল ৬-১২ টা আধাবেলা হরতালে সকল স্তরের জনগণকে অংশগ্রহণের আহবান জানান।

    প্রকাশিত মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২