ভোলায় পুলিশ -বিএনপি সংঘর্ষ নিহত এক।
ভোলায় বিএনপির বিক্ষোভ-সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ আরো প্রায় অর্ধশতাধিক। রোববার সকালে শহরের কালিনাথ রায়ের বাজার এলাকার জেলা বিএনপি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি, তেল, গ্যাস ও বিদ্যুতের অব্যবস্থাপনার প্রতিবাদে সকালে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এসময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হতেই পুলিশের বাঁধার মুখে পড়েন।
এরপর তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠি চালালে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়লে দফায় দফায় সংঘর্ষ হয়।
এতে গুলিবিদ্ধসহ আহত হন অর্ধশতাধিক। আহতদের স্থানীয় হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিরুপম সরকার জানান, 'সংঘর্ষের ঘটনায় ৪০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন।'
ঘটনার পর থেকেই পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশিত: রবিবার ৩১ জুলাই ২০২২