• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ইউক্রেনে যুদ্ধের মধ্যেই বিয়ের ধুম



    ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বিশ্বব্যাপী এটাকে বলা হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।


    বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তিধর দেশ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই যুদ্ধ কবে থামবে তা বলা যাচ্ছে না। এই যুদ্ধের কারণে ইউক্রেনের অধিবাসীদের স্বাভাবিক জীবনে চলছে ছন্দপতন।
    কিন্তু এই ছন্দপতনের মধ্যেও একটি খবর উঠে এসেছে গণমাধ্যমে। আর তা হলো দেশটির রাজধানী কিয়েভে বিয়ের ধুম লেগেছে।  

    এএফপির খবরে বলা হয়েছে, গত পাঁচ মাসে গত বছরের একই সময়ের তুলনায় সেখানে বিয়ে বেড়েছে আট গুণ। গত পাঁচ মাসে শহরটিতে বিয়ে নিবন্ধন হয়েছে ৯ হাজার ১২০টি। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ১১০টি।
    প্রকাশিত: বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২