• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সড়কে উপড়ে পড়লো বিশাল গাছ, বন্ধ যান চলাচল


    নগরের লালখান বাজার-টাইগারপাস সড়কে বড় শিরিষ গাছ উপড়ে পড়ে একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গাছ অপসারণ করতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

    শনিবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহত হয়নি।

    আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার টিটু কুমার বসাক বলেন, বিকেলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বিশাল আকার গাছটি সড়কে উপড়ে পরে। এতে একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎসহ বিভিন্ন সেবা সংস্থার সঞ্চালন লাইন ছিড়ে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাছটি অপসারণের কাজ শুরু করি। বর্তমানে গাছটি পুরোপুরি অপসারণ করা হয়েছে। এখন সিটি করপোরেশনের কর্মীরা বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ শুরু করেছে। 
    প্রকাশিত: শনিবার ২৩ জুলাই ২০২২