• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সীতাকুণ্ডে সাপের কামড়ে এক নববধূর মৃত্যু

     

    ইকবাল হোসেন সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত সাপের কামড়ে এক এক নববধূর মৃত্যু হয়েছে  মঙ্গলবার (১৯জুলাই) সন্ধ্যা ৬টার সময়  ১নং সৈয়দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম বাকখালী দোয়াগাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে।

    নিহত সাইমা করিম লিমা ৪নং মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রামের মুনসুর আলী মিজী বাড়ীর রাজ্জাক আলী সুজনের স্ত্রী। মাত্র ৩ মাস আগে সাইমা করিম লিমার সাথে রাজ্জাক আলী সুজনের বিয়ে হয়।

     জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা মাগরিবের নামাজের পরে তার বাপের বাড়ীর ঘরের বাইরে একটি বিষাক্ত সাপে দংশন করে। বাড়ীর লোকজন আহতবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাই।রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাইমা করিম লিমাকে মৃত ঘোষণা করেন। সাইমা করিম লিমার অকাল মৃত্যুতে তার জম্মস্থান দোয়াগাজী পাড়া এবং শ্বশুরবাড়ীর এলাকা বশরত নগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

    প্রকাশিত: বুধবার ২০ জুলাই ২০২২