• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ঈদের দিন বিকালে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

     

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১০ জুলাই) বিকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃতরা হলো—বিজলী গ্রামের রিংকু মল্লিকের ছেলে রুহিত মল্লিক (১১) ও পর্ব মল্লিক (৮)। রুহিত পাশের পৃথিমপাশা ইউনিয়নের আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি এবং পর্ব সদপাশা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো।


    সোমবার সকালে কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক জানান, ঈদের দিন বিকালে নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল দুই শিশু। সবার অগোচরে পুকুরে পড়ে যায়। এরপর পরিবারের সদস্যরা রুহিত ও পর্বকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে লাশ ভেসে উঠতে দেখে। স্বজনরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
    প্রকাশিত: সোমবার ১১ জুলাই ২০২২