• সদ্যপ্রাপ্ত সংবাদ

    অস্ত্রসহ ২ জলদস্যু আটক


     বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে খুদুকখালী এলাকা থেকে অস্ত্রসহ ২ জলদস্যুকে আটক করেছে র‌্যাব-৭। তারা হলেন- একই এলাকার মৃত নুরুল আফছারের ছেলে মো. আব্দুল হালিম বাচ্চু, সোনাই বাপের পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে মো. সাগর (৪২)।

    বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার ।

    তিনি জানান, ছনুয়া ইউনিউনের খুদুকখালী এলাকায় বুধবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় ২টি ওয়ান শুটারগানসহ মো. আব্দুল হালিম বাচ্চু ও মো. সাগরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, অস্ত্রগুলো দিয়ে সন্ত্রাসীরা স্থানীয়ভাবে প্রভাবশালী গ্রুপের নেতাদের পেশিশক্তি হিসেবে ব্যবহার করত। তারা সমুদ্র এলাকা, মাছ ধরার ব্যবসা এবং ঘের এলাকার অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণ করে। বাচ্চুর বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রকাশিত: বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২