• সদ্যপ্রাপ্ত সংবাদ

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি গশ্চি নয়াহাট শাখার কাউন্সিল সম্পন্ন

     

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গশ্চি নয়াহাট শাখার ২০২২-২৩
    কার্যকরী কমিটির কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভায় গতকাল ১৯ জুলাই
    মঙ্গলবার বিকাল ৫টায় রাউজান উপজেলাধীন গশ্চি নয়াহাটস্থ সংগঠনের
    কার্যারয়ে শাখার সভাপতি মো. জেবর মুল্লুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া হক কমিটি বাংলাদেশ
    রাউজান জোন গ-এর সমন্বয়কারী আবু মোহাম্মদ আক্কাস উদ্দিন মানিক।
    বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দিন কালু, প্রবাসী সাংবাদিক মো. নাসিম
    উদ্দিন আকাশ।

    সভায় বক্তারা বলেন, মাইজভাণ্ডারী শরাফতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবতাবাদ।
    এখানে মানবতাকে সর্বাগ্রে প্রধান্য দেয়া হয়েছে। খোদাপ্রাপ্তির মূল শক্তি
    হিসেবে মানবতার সেবাকে চিহ্নিত করে মাইজভাণ্ডারী আশেকানরা মহান
    মুর্শিদের প্রেমে আত্মবিভোর। বক্তারা সকল মাইজভাণ্ডারী আশেকানদের
    মানবপ্রেমে উজ্জীবিত হয়ে মাইজভাণ্ডারী তরিকতের খেদমতে জোরালো ভূমিকা
    নিয়ে এগিয়ে আসার ঢান জানান।

    কাউন্সিল সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাখার সাবেক সাধারণ সম্পাদক শহীদুল
    আলম বাপ্পু, মো. আরফাত আলম, অর্থ সম্পাদক মো. মনসুর আলম। উপস্থিত সভার
    সর্বসম্মতিক্রমে মো. জেবর মুল্লুককে সভাপতি, মো. আরফাত আলমে সাধারণ
    সম্পাদক ও মো. মনসুর আলমকে অর্থ সম্পাদক করে ২০২২-২৩ সালের কার্যকরী
    কমিটি গঠন করা হয়। কাউন্সিল শেষে বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাত
    পরিচালনা করেন আবু মোহাম্মদ আক্কাস উদ্দিন মানিক।

    প্রকাশিত: বুধবার ২০ জুলাই ২০২২