কলহে ‘প্রাণ দিলেন’ অন্তঃসত্ত্বা গৃহবধূ
খুলনা মহানগরীর গল্লামারী দরগাপাড়ার এলাকায় এক অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে পারিবারিক কলহে ফাতেমা (২৫) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ আত্মহত্যা করেন। তিনি লবণচড়া থানাধীন গল্লামারীর দরগাপাড়া এলাকার মো. রাসেল গাজীর স্ত্রী।
লবণচরা থানার ওসি মো. এনামুল হক বলেন, পারিবারিক কলহের কারণে ফাতেমা কাঠের ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।