• সদ্যপ্রাপ্ত সংবাদ

    জামিন পেলেন নুরুল আজিম রনি

     

    চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ইউনিএইড কোচিংয়ের পরিচালকের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ থেকে অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও তার সহযোগী নোমান চৌধুরী রাকিব।

    বুধবার (২০ জুলাই) সকালে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন।

    আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

    আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজহারুল হক  বলেন, পাঁচলাইশ থানার চাঁদাবাজির মামলায় নুরুল আজিম রনি ও তার সহযোগী নোমান চৌধুরী রাকিব আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।  আদালত আগামী ৮ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
    প্রকাশিত: বুধবার ২০ জুলাই ২০২২