শ্রীপুরে ভ্রাম্যমান আদালত কতৃক পাঁচ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ!
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালত কতৃক বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ! করে পুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ জুলাই) শ্রীপুর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে শীতলক্ষ্যা,মাটিকাটা ও সুতিয়া নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় অভিযানে ১০ টি চায়না দোয়ারী(ম্যাজিক জাল) ৫০০০ টি বোতল ট্র্যাপ(ডিব্বা চাই) ও ৫০০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অবৈধ ভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত এসব ম্যাজিক জাল, ডিব্বা চাই ও কারেন্ট জালের মূল্য ৫ লক্ষ টাকা হবে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফউল্লাহ।
তিনি আরও জানান, উপজেলার গোসিংগা ও বর্মী ইউনিয়নের বিভিন্ন নদীতে এসব জাল দিয়ে মাছ ধরা হয়। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব চাই এবং জাল জব্দ করা হয়।
পরে বরমী বাজার খেয়াঘাটে সর্ব স্তরের মানুষের উপস্থিতিতে জব্দকৃত জাল ও ট্র্যাপগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।