• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পবিত্র আশুরা উপলক্ষে সিএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

     

    দিগন্ত নিউজ ডেস্কঃ পবিত্র আশুরা  উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১জুলাই) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সদর দপ্তরের কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়।

    সভায় আসন্ন পবিত্র আশুরা সুষ্ঠুভাবে উদযাপনে করণীয় বিষয়ে দায়িত্বশীল সরকারি বেসরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধিদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

    এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, র‍্যাব, ফায়ারসার্ভিস, এনএসআই সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
    প্রকাশিত: রবিবার ৩১ জুলাই ২০২২