ঈদের পর সুবাহর প্রথম সিনেমা মুক্তি
রফিক সিকদার পরিচালিত 'বসন্ত বিকেল' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছেন নায়িকা সুবাহর। এবারের ঈদের পরেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
আজ শনিবার সন্ধ্যায় বিএফডিসিতে জমকালো এক আয়োজনের মাধ্যমে সিনেমাটি মুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সিনেমার পরিচালক রফিক সিকদার জানান, 'সেন্সর বোর্ড মুক্তির অনুমতি দিয়েছে। যারা বোর্ডে ছিলেন তাদের কয়েকজন ফোন করে প্রশংসা করেছেন।'
তিনি আরও বলেন, 'আগামী ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে বলে ঈদের ২ সপ্তাহ পর মুক্তির পরিকল্পনা করেছি। এখন হলের সংখ্যা অল্প তাই এই সিদ্ধান্ত।'
এর আগে 'ভোলা তো যায় না তারে' ও 'হৃদয় জুড়ে' নামে দুটি সিনেমা পরিচালনা করেছেন তিনি।
সিনেমায় সুবাহের বিপরীতে অভিনয় করছেন শিপন মিত্র।
পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রেমের গল্প নিয়ে নির্মাণ হয়েছে 'বসন্ত বিকেল'।
প্রকাশিত: শনিবার ১৯ মার্চ ২০২২