• সদ্যপ্রাপ্ত সংবাদ

    মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ কায়সারের মৃত্যু

     

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ মোহাম্মদ কায়সার (৭৭) বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার এ তথ্য নিশ্চিত করেন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সৈয়দ কায়সার বিএসএমএমইউতে ভর্তি ছিলেন।

    সিনিয়র জেল সুপার সুভাষ কুমার জানান, সৈয়দ মোহাম্মদ কায়সার মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।


    প্রকাশিত: শুক্রবার ১১ ফেব্রুয়ারি ২০২২