• সদ্যপ্রাপ্ত সংবাদ

    চাটখিল থানায় ধর্ষণের মামলা,নারায়ণগঞ্জ থেকে আসামী আটক।

      

    মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল ও লক্ষীপুরের সীমান্তবর্তী এলাকায় গত ২৬ ডিসেম্বর এক নারীকে ভোট কেন্দ্রে নেওয়ার কথা বলে বাড়ী থেকে নিয়ে যায়। পরবর্তীতে ভোট কেন্দ্রে না নিয়ে ঐ নারীকে ধর্ষন করেন গোলাম সরোয়ার নামের রিকসা চালক।এই ব্যাপারে ধর্ষিতা নারী বাদী হয়ে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ধর্ষন মামলা করেন। পরবর্তীতে চাটখিল থানা পুলিশ ৪ই ফেব্রুয়ারী শুক্রবার ধর্ষন মামলার আসামিকে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ইস্পাহানী ফকির বাড়ি থেকে বন্দর থানা পুলিশের সহযোগীতায় আটক  করেন।আটকৃত আসামির নাম গোলাম সরোয়ার আসামী উপজেলার ইটপুকুরিয়া পাটোয়ারী বাড়ির  মৃত ছালেহ আহমেদ ছেলে।
    চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

    প্রকাশিত: সোমবার ০৭ ফেব্রুয়ারি ২০২২