• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ময়মনসিংহে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা


    মোঃ ফজলুল হক ভুইয়া,ময়মনসিংহ:মায়ের সঙ্গে অভিমান করে ৫ম শ্রেণীর ছাএী কিশোরী দুলেনা বেগম (১২) গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে।

    ১০সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের নান্দাইলের রাজগাতি ইউপির বিলভাদেরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কিশোরী দুলেনা বেগম ওই গ্রামের মোঃ মফিজ উদ্দিনের কন্যা। 

    এলাকাবাসী সূত্রে  জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর তুচ্ছ একটি ঘটনা নিয়ে দোলেনাকে তার মা বকাবকি করে । এরপর থেকে দোলেনাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে একটি পরিত্যক্ত ঘরের আড়ের সঙ্গে  ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসেন। 

    নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

    প্রকাশিত: শুক্রবার ১১, সেপ্টেম্বার ২০২০