রাজারহাটে ৯বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় ৬৫বছরের বৃদ্ধের বিরুদ্ধে।
মাসুদ রানা, রাজারহাটঃ- রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামের আখতারুল ইসলামের ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা করেন একই গ্রামের ফদর উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ।বিষয় টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে শিশু কন্যার পিতা বাদী হয়ে রাজারহাট থানায় গত ১৮/০৯/২০২০ তারিখে অভিযুক্ত ফদর আলীর বিরুদ্ধে অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন ১৬/০৯/২০২০তারিখে দুপুর অনুমান ০১:০০ঘটিকার সময় বৃষ্টির মধ্যে আমার মেয়ে মোছা: রুকাইয়া খাতুন( ০৯) উক্ত বাড়ীতে যায়। আমার মেয়েকে সেখানে দেখিয়া ১ নং বিবাদী উক্ত বাড়ীতে যায়। সেখানে গিয়ে উক্ত বিবাদী আমার অবুঝ মেয়েকে চকলেট আইসক্রিম সহ টাকা দিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাইতে থাকেন।
উক্ত বিবাদী আমার মেয়েকে তাহার কোলে বসাইয়া লয়। আমার মেয়েকে কোলে বসাইয়া উক্ত বিবাদী আমার মেয়ের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করা সহ শরীরের বিভিন্ন স্থানে খারাপ উদ্দেশ্যে টিপতে থাকে। এক পর্যায়ে ১নং বিবাদী তাহার পড়নে থাকা লুঙ্গি খুলিয়া পুরুষাঙ্গ বাহির করিয়া প্রদর্শন করিলে আমার মেয়ে চিৎকার দিয়ে উঠে। আমার মেয়ে চিৎকার দিয়ে উঠলে ১নং বিবাদী দ্রুত ঘটনাস্থল হইতে চলিয়া যায় এবং আমার মেয়ে মোছা: রুকাইয়া জয়মালার বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়।আমার স্ত্রী চিৎকার শুনিয়া আমার মেয়ের নিকট গেলে আমার মেয়ে সমস্ত ঘটনা বলে। আমি আমার স্ত্রীর কাছে বিস্তারিত ঘটনা জানিয়া রাজারহাট থানায় একটি অভিযোগ দাখিল করি।
এই বিষয় টি বিদ্যানন্দ ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম মুটো ফোনে সাংবাদিককে বলেন অভিযুক্ত আমার বিয়াই এ বিষয়ে সাংবাদিক কে সংবাদ করতে নিষেধ করেন।
মামলার বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার বলেন বিষয়টি ধর্ষনের চেষ্টা কিনা সেটা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।