নিখোঁজের একদিন পর খালের পাড় থেকে শিক্ষকের লাশ উদ্ধার!
৬ সেপ্টেম্বর (রোববার) সকালে লবলং খালের পাড় বিলাইঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় শিশু কানন একাডেমিতে শিক্ষকতা করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে রাসেল নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকালে স্থানীয়রা লবলং খালের পাড়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা রাতে রাসেলকে হত্যা করে খালের পাড় ফেলে যায়।ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।