সরকারী গাছ কেটে পাচার কালে তিন জন আটক!
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের শ্রীপুরে সরকারি গাছ কেটে পাচারের সময় টমটম ভর্তি ২৪পিস্ গজারি কাঠ সহ তিনজনকে আটক করে বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে স্থানীয় এলাকাবাসী।
১৪ সেপ্টেম্বর(সোমবার) ভোরে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া জোনাকির চৌরাস্তা মোড় এলাকায় তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরীফুল ইসলাম(২০), পিতা বেলাল উদ্দিন, নাঈম আহমেদ(১৮), পিতা নজরুল ইসলাম, আসাদুল হক(২৫), পিতা মোস্তফা সর্ব গ্রামঃ নিজ মাওনা, গাজীপুর।
সিংগার দিঘি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক শরফুল ইসলাম মাস্টার জানান,আমি ঘুম থেকে উঠে হাটতে ছিলাম তখন দেখি রাস্তার ওপর টমটম ভর্তি গজারি কাঠ। দেখে এলাকার লোকজন ওদের কে আটক করে। পরে শিমলা পাড়া বিট কর্মকর্তা কে ফোন দিলে, বনের লোক এসে টমটম,কাঠসহ তিন জনকে আটক করে নিয়ে যায়।
শিমলা পাড়া বিট কর্মকর্তা মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনটি টমটম ভর্তি ২৪পিস্ গজারি কাঠ সহ তিনজনকে আটক করি। পরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
১৪ সেপ্টেম্বর(সোমবার) ভোরে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া জোনাকির চৌরাস্তা মোড় এলাকায় তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরীফুল ইসলাম(২০), পিতা বেলাল উদ্দিন, নাঈম আহমেদ(১৮), পিতা নজরুল ইসলাম, আসাদুল হক(২৫), পিতা মোস্তফা সর্ব গ্রামঃ নিজ মাওনা, গাজীপুর।
সিংগার দিঘি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক শরফুল ইসলাম মাস্টার জানান,আমি ঘুম থেকে উঠে হাটতে ছিলাম তখন দেখি রাস্তার ওপর টমটম ভর্তি গজারি কাঠ। দেখে এলাকার লোকজন ওদের কে আটক করে। পরে শিমলা পাড়া বিট কর্মকর্তা কে ফোন দিলে, বনের লোক এসে টমটম,কাঠসহ তিন জনকে আটক করে নিয়ে যায়।
শিমলা পাড়া বিট কর্মকর্তা মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনটি টমটম ভর্তি ২৪পিস্ গজারি কাঠ সহ তিনজনকে আটক করি। পরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।