চট্টগ্রামে র্যাবের অভিযানে ধর্ষক গ্রেপ্তার
এম এ মেহেদিঃ চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিষেশ অভিযান পরিচালনা করে এক ধর্ষককে আটক করে র্যাব ৭।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল রোড খালপাড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলাম (২২) নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
আটকৃত রবিউল - পিরোজপুর মঠবাড়িয়া থানার আলগীবাজার এলাকার জামাল খান এর পুত্র। সে বর্তমানে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন স্টিলমিল বাজার, এলাকায় বসবাস করতো।
র্যাব সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃত ধর্ষক রবিউল তার বন্ধুর অনুপস্থিতিতে বন্ধুর শিশুকন্যাকে জিম্মি করে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরো কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণের শিকার নারী এবং তার স্বামী র্যাব-৭ এ অভিযোগ করলে র্যাবের আভিযানিক দল তড়িৎ পদক্ষেপ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে ইপিজেড থানায় হস্তান্তর করলে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়।
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০