• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের হাতে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবু সাঈদ (৪০) ও মোঃ আবুল মনসুর (২৮) নামে দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নান্দাইল থানাধীন চামটা বাজারের পার্শ্ববর্তী আতকাপাড়া এলাকার মো তালেব মাস্টারের বাড়ির সামনে মাদক বিরোধী অভিযানকালে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আবু সাঈদ নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের মৃত সামসুদ্দিন ফকিরের ছেলে ও মোঃ আবুল মনসুর একই গ্রামের মোঃ আঃ মতিনের ছেলে। এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়।

    র‌্যাব বিজ্ঞপ্তিতে আরো জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নান্দাইল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০