শেকৃবিতে উপচার্যের দায়িত্ব রেজিস্ট্রারকে দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতি ।
সজিব,বশেমুরবিপ্রবিঃ- শে.রে.বাংলা কৃষি বিশ্ববিদ্ব্যালয়ের উপাচার্যের পদ শুন্য হওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব শেখ রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীল রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
২৩ সেপ্টেম্বর শিক্ষক সমিতির সভাপতি ড.হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তারা।
বিবৃতিতে বলা হয়,"গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিপত্রে,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,ঢাকা এর রেজিস্ট্রার জনাব শেখ রেজাউল করিমকে উপাচার্যের রুটিন/চলতি দায়িত্বের আদেশ জারি করা হয়েছে যা শিক্ষকদের জন্য অবমাননাকর।একজন প্রশাসনিক কর্মকর্তাকে উপাচার্যের মত মর্যাদাসম্পন্ন দায়িত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ধারণা,চেতনা এবং স্বায়ত্তশাসনের পরিপন্থী।ইতোপূর্বে,আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদটি শুন্যে হয়ে গেলে,শিক্ষা মন্ত্রণালয় থেকে সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের চলতি দায়িত্ব দেওয়া হয়।কিন্তু,অতীব দুঃখের বিষয় এই যে,চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের কাজের সীমা সুস্পষ্ট না থাকায় অনেক ক্ষেত্রেই এ পদের অপব্যবহার হয়,যা উচ্চ শিক্ষার সামগ্রিক পরিবেশকে ব্যহত করছে।এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঠিক দিক নির্দেশনা আশা৷ করছি।একই সাথে,দেশের বিভিন্ন পাব্লিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য,প্রো-উপাচার্য,ট্রেজারের মত গুরুত্বপূর্ণ শুন্য পদগুলোতে অতিসত্বর যোগ্য এবং বিচক্ষণ ব্যক্তিবর্গের নিয়োগ দিয়ে আসন্ন সংকট উত্তরণে শিক্ষা মন্ত্রণালয়কে আরও বেশি তৎপর হতে অনুরোধ জানাচ্ছি।
পরিশেষে,বিশ্ববিদ্যালয় তথা উচ্চ শিক্ষার চলমান অগ্রযাত্রাকে জ্ঞান ও গবেষণা নির্ভর করতে এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে জাতি গঠনের জন্য আরও উপযোগী করে গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়ের দূরদর্শী সিদ্ধান্ত এবং পদক্ষেপ আশা করছি।"
উল্লেখ্য,গত ২০ সেপ্টেম্বর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো নিয়মমাফিক শেকৃবিতেও উপাচার্যের পদ খালি হয়।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০