ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ টাকার জন্য পেয়াঁজ ব্যবসায়ী খুন !
মোঃ ফজলুল হক ভুঁইয়া, ময়মনসিংহঃ- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পুলেরঘাট বাজারে মাত্র ১০ টাকার জন্য বিরোধের জের ধরে বাজারের পাহারাদারের হাতে জয়নাল মিয়া (৫০) নামে এক পেয়াঁজ ব্যবসায়ী খুন হয়েছে । শুক্রবার বিকালে উপজেলার টাংগাব ইউনিয়নের পুলেরঘাট বাজারে ঘটনাটি ঘটে।
নিহত জয়নাল মিয়া টাংগাব ইউনিয়নের নামা বাশিয়া গ্রামের বাসিন্দা এবং পুলেরঘাট বাজারের পেয়াঁজ ব্যবসায়ী। অভিযুক্ত মোস্তফা (৩০) উপজেলার মেদনারটেক গ্রামের বাসিন্দা এবং পুলেরঘাট বাজারের পাহারাদার।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাজারের পেয়াঁজ ব্যবসায়ী জয়নাল মিয়ার সাথে পাহারাদার মোস্তফার বাজারের ১০ টাকা চাঁদা নিয়ে বিরোধ ছিল। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার বিকাল ৬টার দিকে ব্যবসায়ীকে জয়নাল মিয়াকে পাহারাদার মোস্তফা এলোপাথারী কিল ঘুষি ও লাথি মারে। ঘটনাস্থলেই জয়নাল মিয়ার মৃত্যু হয়।
পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খাঁন বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে । লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশিত: শুক্রবার ১১, সেপ্টেম্বার ২০২০