পায়রা সমুদ্রবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
রাসেল কবির মুরাদ, কলাপাড়া-পটুয়াখালীঃ- স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান কামাল এমপি বৃহস্পতিবার কলাপাড়ায় নির্মানাধীন দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দর পরিদর্শনে আসছেন। তাঁর সফর সঙ্গী হিসেবে সাথে থাকবেন পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মুহিব এমপি।
বৃহস্পতিবার দুপুরের দিকে তিঁনি পায়রা সমুদ্রবন্দর হেলিপ্যাডে উপস্থিতি ও পোর্ট জেটির উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর তিঁনি পায়রা সমুদ্রবন্দর ও বাংলাদেশ কোষ্টগার্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। বিকেলের দিকে তাঁর ঢাকার উদ্দেশ্যে যাত্রার কথা রয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সকালে ঝালকাঠি জেলার ভিমরুলী বাজার ঘাটে পেয়ারা, আমড়া ও লেবু উৎপাদন এবং বিপনন ব্যবস্থা পর্যবেক্ষন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সফর সূচীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত: বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বার ২০২০
বৃহস্পতিবার দুপুরের দিকে তিঁনি পায়রা সমুদ্রবন্দর হেলিপ্যাডে উপস্থিতি ও পোর্ট জেটির উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর তিঁনি পায়রা সমুদ্রবন্দর ও বাংলাদেশ কোষ্টগার্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। বিকেলের দিকে তাঁর ঢাকার উদ্দেশ্যে যাত্রার কথা রয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সকালে ঝালকাঠি জেলার ভিমরুলী বাজার ঘাটে পেয়ারা, আমড়া ও লেবু উৎপাদন এবং বিপনন ব্যবস্থা পর্যবেক্ষন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সফর সূচীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত: বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বার ২০২০