নান্দাইলে প্রস্তাবিত প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রস্তাবিত কয়েকটি প্রকল্প পরিদর্শনে ঝটিকা সফর করেন। প্রতিমন্ত্রী নান্দাইল আগমন করলে স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ফুল দিয়ে বরন করেন।
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বেতাগৈর ইউনিয়নের চর কমর ভাঙ্গা, নরসুন্দা নদী বিভিন্ন তীর এবং নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এলাকার নদ ভাঙ্গন সরেজমিনে পরিদর্শন করেন। পানি উন্নয়নবোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিমন্ত্রীর সাথে ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, স্থায়ী বাঁধ নির্মানের জন্য ৫৪৩ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
এর মধ্যে ১৬.৫৮ কিঃ নতুন বাঁধ নির্মানে বরাদ্ধ ধরা হয়েছে ৫১৫ কোটি টাকা এবং ৩২.৮২ কিলোঃ মিটার স্থায়ী বাঁধ মেরামতের জন্য বরাদ্ধ ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি টাকা। স্থানীয় সাংসদের আশাবাদ ব্যক্ত করে বলেন,প্রকল্পটি বাস্তবায়ন হলে জনদূর্ভোগ লাঘব হবে।