• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ময়মনসিংহে পেটের ব্যাথা সইতে না পেরে বিষ পানে বৃদ্ধের আত্মহত্যা


    মোঃ ফজলুল হক ভুঁইয়া,ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লা গ্রামে পেটের ব্যাথা সইতে না পেরে রোববার রাতে বিষপানে তাজুল ইসলাম(৬০)নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানান, হতদরিদ্র তাজুল দীর্ঘদিন যাবত পেটের ব্যাথা  জালা সইতে না পেরে রোববার রাতে বিষপান করলে তার পরিবারের লোকজন নান্দাইল হাসাপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু ঘটে। পারিবারিক ভাবে জানানো হয় তিনি পেটের ব্যাথা সইতে না পেরেই আত্মহত্যা করেছেন।নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০