কালিয়াকৈরে আশি পিস্ ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক!
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
২৭ সেপ্টেম্বর (রোববার) দুপুর ১২টার সময় উপজেলার দক্ষিণ হিজলতলী এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। তিনি হলেন উপজেলার গাবতলী এলাকার আমির উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (২৬)।
তিনি দক্ষিণ হিজলতলী খোকনের বাড়ির ভাড়াটিয়া
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কোমরে কাগজে মোড়ানো ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শিউলিকে আটক করা হয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, আসামিকে আজই আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০