• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে সুস্থতার সংখ্যা ছাড়িয়েছে ৩লাখের উপরে।



    মোঃ ওমর ফারুক,সৌদি আরবঃসৌদি সরকার এবং তাদের স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল ভুমিকার কারণে ক্রমান্বয়ে দেশটিতে কমে আসছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং বেশীরভাগ করোনা রোগীই সৌদি আরবে সুস্থ হয়ে উঠছেন। 
                         
    সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার সংখ্যা বিশ্বের যেকোন দেশের চেয়ে বেশী। দেশটিতে এ পযন্ত করোনা আক্রান্ত হয়ে ৩লাখেরও বেশী রোগী সুস্থ হয়েছেন। 

    সৌদি স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি আরবে এ পযন্ত করোনা আক্রান্ত হয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ৩লাখ ৯ শত ৩৩ জন এবং দেশটিতে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯শত ৩৫ জন করোনা আক্রান্ত রোগী।   

    সৌদি আরবে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬শত ৮৭ জন নাগরিক যা আগের তুলনায় খুবই সামান্য, এবং দেশটিতে এ পযন্ত সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৪হাজার ৪শত ৭ জন নাগরিক।    

    সৌদি আরবে গত ২৪ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৪ জন রোগী এবং এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ২ শত ১৩ জন করোনা আক্রান্ত রোগী। 

    সৌদি স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯ হাজার ২শত ৬১জন রোগী এবং গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩শত ৬৮ জন করোনা আক্রান্ত রোগী। 

    সৌদি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮,১৯১,১৭৮ জন রোগী এবং সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯,০১৫,৫১০ জন রোগী এবং সারা বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৯০৯,৯২৭ জন রোগী।   

    সূত্রঃ সৌদি স্বাস্থ্য অধিদপ্তর   

    প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০