মুজিববর্ষ উপলক্ষে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বাংলাদেশ ছাত্রলীগের তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নির্দেশনায় আজ ২৮ আগস্ট (শুক্রবার) ওয়ার্ডের বিভিন্ন স্থানে তারা এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
এ সময় ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখা ছাত্রলীগ প্রতিনিধি এম. এ. রহমান শিশির বলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ভাই ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ভাই তৃণমূল পর্যায়ে যে দিক নির্দেশনা প্রদান করেন তা ওয়ার্ড ছাত্রলীগ সর্বদা পালন করে ও সামনেও করে যাবেন। এ সময় ওয়ার্ড ছাত্রলীগ প্রতিনিধি নুর মোহাম্মদ রুবেল বলেন, দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখা ছাত্রলীগ সর্বদা কাজ করতে প্রস্তুত। তারই ধারাবাহিকতায় ‘মুজিববর্ষের আহবান তিনটি করে গাছ লাগান’ স্লোগানকে ধারণ করে আমাদের এই কর্মসূচি পালন করা।
এ সময় উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখা ছাত্রলীগের সদস্য ইমরান, রিয়াদ, ইয়াছিন, সাদ্দাম, মাহবুব আলম রনি, বাপ্পি, শামিম, মকিম, এমাদ, মামুন, দেলোয়ার, মাহফুজ, আমিন, রাজিব, নাহিদ সহ ওয়ার্ড ছাত্রলীগের তৃণমূল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।