• সদ্যপ্রাপ্ত সংবাদ

    স্ত্রী'কে শ্বাসরোধ করে হত্যার পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্বামীর আত্মহত্যা!


    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী'কে শ্বাসরোধে হত্যার পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্বামী আত্মহত্যা করেছেন!  নিহতের নাম  দুলাল উদ্দিন (৪০),তার স্ত্রী নাম মোছাঃ আয়েশা বেগম (২৮)।  কালিয়াকৈর উপজেলার চান্দরা মন্ডলপাড়া এলাকার সোনামুদ্দিনের ছেলে তিনি। আয়েশা বেগম তার দ্বিতীয় স্ত্রী।

    পুলিশ ও স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে গত রাতে নিজ বাড়িতে স্বামী দুলাল উদ্দিন শ্বাসরোধে হত্যা করে তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগমকে। বৃহস্পতিবার সকালে মোবাইলে তার মেয়ে শিপরাকে জানায়, তার মাকে হত্যা করেছে এবং সে নিজেও মরতে যাচ্ছে।
    তার কিছুক্ষণ পরে দুলাল ট্রেনের নিচে ঝাপ দিয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রী'কে হত্যার পর স্বামী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্নহত্যা করে। তদন্ত শেষে হত্যা ও আত্মহত্যার কারণ জানা যাবে।

    প্রকাশিত: বৃহস্পতিবার ২০, অগাস্ট ২০২০