• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই সহেদর ভাইয়ের মৃত্য


    মোঃ ফজলুল হক ভুঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধিঃ- ময়মসিংহের তারাকান্দা উপজেলায় বহস্পতিবার বিকাল মাছ ধরতে গিয়ে আপন দুই সহোদর ভাই বিলের পানিতে ডুবে মারা যায়।

    জানা যায, উপজেলার বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামের জনৈক বাবুল মিয়ার দুই শিশু পুত্র হ্রদয আহম্মদ(১২)জীবন আহম্মদ(৮)।মৃত দুই শিশু চান্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
    বৃহস্পতিবার (২০)আগষ্ট বিকালে উপজেলার বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসকা ইউনিয়ন পরিষদের চেযারম্যান আব্দুস সালাম।

    তিনি জানান,বৃহস্পতিবার বিকালে বিলে মাছ ধরতে গিয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু ঘটেছে। এ ঘটনায এলাকায শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন খবর পাওয়া মাত্র পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয।মৃত দুই সহোদরের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    প্রকাশিত: বৃহস্পতিবার ২০, অগাস্ট ২০২০