রাজারহাটে সরকারি জায়গা দখল
মাসুদ রানা, রাজারহাট-কুড়িগ্রামঃ- রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে সরকারি জায়গায় ঘর তোলা কে কেন্দ্র করে রাজামাল্লীরহাট বণিক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলামের ওপর হামলা।গতকাল রবিবার রাত ৯:০০ টার দিকে রাজারহাট থানা পুলিশ উক্ত ঘরের টিন খুলে দিয়ে যাওয়ার পর, একদল লোক রাতের অন্ধকারে সভাপতির ওপর হামলা চালায়।
হামলাকারীর মধ্যে ছিল সেকেন্দার (শেখ সাহেব) ও তার ছেলে সাগর। বাজারের ইজারাদার বাজার সংলগ্ন সরকারী পুকুর দখল ও বিভিন্ন ভাবে অনেকের কাছে টাকা নিয়ে ঘর তুলে দেওয়ার অভিযোগ আছে তার নামে। রাজামাল্লীরহাট বণিক সমিতির সভাপতি ও দোকাদারদের দাবি। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ সরকারী জায়গা ভোগদখল থেকে উদ্ধার করে বাজারের দোকাদারের মধ্যে বণ্টন করা হোক।রাজামাল্লীরহাট বণিক সমতির সভাপতি বলেন, সরকারি জায়গা যেন কেউ দখল করতে না পারে।
প্রকাশিত: সোমবার ৩১, অগাস্ট ২০২০
হামলাকারীর মধ্যে ছিল সেকেন্দার (শেখ সাহেব) ও তার ছেলে সাগর। বাজারের ইজারাদার বাজার সংলগ্ন সরকারী পুকুর দখল ও বিভিন্ন ভাবে অনেকের কাছে টাকা নিয়ে ঘর তুলে দেওয়ার অভিযোগ আছে তার নামে। রাজামাল্লীরহাট বণিক সমিতির সভাপতি ও দোকাদারদের দাবি। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ সরকারী জায়গা ভোগদখল থেকে উদ্ধার করে বাজারের দোকাদারের মধ্যে বণ্টন করা হোক।রাজামাল্লীরহাট বণিক সমতির সভাপতি বলেন, সরকারি জায়গা যেন কেউ দখল করতে না পারে।