নোয়াখালী কোম্পানীগঞ্জে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক।
মোঃইব্রাহিম,নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহীর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।শনিবার দুপুর ১টার দিকে পায়ে হেঁটে জেলা প্রশাসক চরএলাহী ঘাট এলাকার নদী পাড়ের ভাঙন পরিদর্শন করেন এবং ভাঙন কবলিত এলাকার মানুষের খোঁজ-খবর নেন। নদী ভাঙনের শিকার মানুষদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্টদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আদেশ দেন।
এ সময় জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন।এসময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী, চরএলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমূখ।
প্রকাশিত: শনিবার ২২, অগাস্ট ২০২০