• সদ্যপ্রাপ্ত সংবাদ

    শিপ্রার জব্দকৃত মালামাল র‍্যাবের কাছে হস্তান্তর করলো রামু থানা পুলিশ


    হামিদুল হক, রামু-কক্সবাজারঃ-  মেজর (অবঃ) সিনহা মো. রাশেদ খান এর সহকর্মী শিপ্রা দেবনাথ এর ইলেকট্রনিক্স ডিভাইস সহ জব্দকৃত ২৯ প্রকার মালামাল র‍্যাবের কাছে হস্তান্তর করেছে রামু থানা পুলিশ।

    কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে র‍্যাবের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাত পৌনে ১২ টায় রামু থানা থেকে এসব মালামাল গ্রহণ করেন। এসময় রামু থানার ওসি আবুল খায়ের উপস্থিত ছিলেন।

    এর আগে জব্দকৃত সকল মালামাল  র‍্যাব তদন্তকারি কর্মকর্তাকে হস্তান্তর করতে রামু থানা পুলিশকে আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আদালত নম্বর-১) রামু’র এর বিজ্ঞ বিচারক মোহাং হেলাল উদ্দিন।

    উল্লেখ্য: মেজর সিনহা হত্যাকান্ডের পরদিন রামু উপজেলার নীলিমা রিসোর্ট থেকে এসব উপকরণ উদ্ধার করা হয়।

    প্রকাশিত: শুক্রবার ২১, অগাস্ট ২০২০