কলাপাড়া পায়রাবন্দরে নির্মানাধীন আবাসনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
রাসেল কবির মুরাদ, কলাপাড়া-পটুয়াখালীঃ- কলাপাড়ায় পায়রাবন্দর নির্মানাধীন আবাসনের ছাদ থেকে কাজ করারসময় পড়ে মো: মোতালেব সর্দার (৬৫) নামে এক শ্রমিক নিহতহয়েছে। শনিবার দুপুরের দিকে ধুলাসার ইউনিয়নের পূর্বধুলাসার গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বাড়ী বরগুনারজেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে।
এ ঘটনায়কলাপাড়া থানায় একটি ইউ.ডি মামলা দায়ের হয়েছে । স্থানীয় সূত্রে জানা গেছে, পায়রাবন্দর আবাসনের ৯ এবং ১০নাম্বার প্যাকেজের নির্মানাধীন আবাসনের একতলার ছাদ থেকে পড়েশ্রমিক মোতালেব সর্দার গুরুতর আহত হয় ।
সাথেসাথেঅন্যশ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়েআসলে কর্তর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খন্দকার মোস্তাাফিজুররহমান বলেন, এ ঘটনায় একটি ইউ.ডি মামলা দায়ের করা হয়েছে ।তবে ঘটনাটি কিভাবে ঘটেছে এ সম্পর্কে জানতে চাইলেবিস্তারিত জানাতে সময় লাগবে বলে তিনি জানান।
প্রকাশিত: শনিবার ২৯, অগাস্ট ২০২০