ময়মনসিংহের নান্দাইলে ৩ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
মোঃ ফজলুল হক ভুইয়া,ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাজা সহ ৩ জনকে আটক করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর । আটককৃতরা হল উপজেলার সিংরইল ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের মোঃ হাকিম (৩৫),মোঃ সেকুল (৪০)রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামের মোছাঃ হাসনা বেগম (৩৫)।
সোমবার (২৪ আগষ্ট) সকাল ১০ টায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ উদ্দিন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সূর এর যৌথ অভিযানে গাজা সহ ৩ জনকে আটক করেন।
আটককৃত ৩ জন কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোছাঃ হাসনা বেগম কে ৬ মাস ও ৫০০০ টাকা অনাদায়ে ৭ দিন, মোঃ হাকিম কে ১৫ দিন ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন, মোঃ সেকুল কে ১ মাস ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত গাজা জনসম্মুখে পোড়ানো হয়।
প্রকাশিত:সোমবার ২৪, অগাস্ট ২০২০