নোয়াখালীতে ইয়াবাও নগদ টাকাসহ ২ মাদক কারবারি আটক।
মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ- নোয়াখালীর বেগমগঞ্জ থেকে র্যাব-১১ অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করেছে।এ সময় তাদের কাছ থেকে ৯শ ৪০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, চট্রগ্রামের ভুজপুর এলাকার মৃত আব্দুল মান্নান’র ছেলে মনির আহমদ (৪৫), বেগমগঞ্জের মিরওয়ারিশপুর এলাকার আজিজুল্লাহ’র ছেলে মো. জাকির হোসেনের (২২)। র্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আবু ছালেহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মনির আহমেদ (৪৫) ও জাকির হোসেন (২২) কে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা হয়।
আটককৃতরা চট্রগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানের খুচরা বিক্রতাদের কাছে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। আটকৃতদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
প্রকাশিত: বৃহস্পতিবার ২৭, অগাস্ট ২০২০