গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শাহাদাৎ হোসেন, জয়পুরহাটঃ- ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল এ দিনটিতে অসংখ্য মানুষের আর্তনাদ আর হাহাকারে তৈরি হয় এক বিভীষিকা। সারাদেশ যেন স্তব্ধ হয়ে যায় সে হামলায়।
আগস্টের এ দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে অতর্কিত গ্রেনেড হামলা চালানো হয়। নিহত হোন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানসহ ২৪ জন।
আহত হোন বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতাকর্মী। ভয়াল এ দিবসটিকে সামনে রেখে শুক্রবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আক্কেলপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম স্বাধীন মাষ্টার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা সাদেকুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন বাবু, সহ- প্রচার সম্পাদক সম্পাদক সৈয়দ মিলন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সুরুজ, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেদানা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর আলম মিঠু মেম্বার, উপজেলা যুবলীগের সভাপতি রানা চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী মুরাদ শাকিল। আলোচনা শেষে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
প্রকাশিত: শুক্রবার ২১, অগাস্ট ২০২০